ময়মনসিংহে গুলিবিদ্ধ যুবক

ময়মনসিংহে বাদশা মিয়া (৩০) নামের এক যুবক প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ বাদশা মিয়া নগরীর ৮৪ নম্বর জেসিগুহ রোড এলাকার মিনার হোসেনের ছেলে।

রোববার (১০ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাঘমারায় এলাকার একটি দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাদশা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হলে উত্তেজিত প্রতিপক্ষের একজন তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this post

scroll to top