লক্ষীপুরে অগ্রণী ব্যাংক থেকে ১০ হাজার টাকার চেক ভাঙাতে এসে মা কাজল রেখার পাশে থেকে ৪ বছরের শিশু মো. ফাহাদ হোসেন ২ মিনিটের মধ্যে উধাও হয়েছে।
বুধবার (৬ জুলাই) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা অগ্রণী ব্যাংক থেকে এ শিশু বাচ্চা উধাও হওয়ার ঘটনা ঘটে। শিশু ফাহাদ কমলনগর উপজেলা (করই তলা) মুসলিম পাড়া এলাকার প্রবাসী কবির হোসেনের ছেলে।
শিশুর মা কান্নাজনিত কন্ঠে সাংবাদিকদের জানান, তার ছেলে শারীরিকভাবে অসুস্থ। গত বুধবার অনুদান হিসেবে ল²ীপুরের জেলা প্রশাসক ১০ হাজার টাকার একটি চেক প্রদান করে। ওই চেক ভাঙাতে বুধবার সকালে ভবানীগঞ্জ চৌরাস্তায় অগ্রণী ব্যাংকে শাখায় যান। তার দাবি ১ থেকে ২ মিনিটের মধ্যে তার সন্তান উধাও হয়ে যায়। কাজল রেখার ধারণা কেউ তার শিশু সন্তান চুরি করছে।
লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।