গভীর রাতে পুত্রবধূর সাথে বিছানায় প্রেমিক: হাতেনাতে ধরলেন শ্বশুর

ভোলার চরফ্যাশনে পরকীয়া প্রেমিকের সঙ্গে পুত্রবধূকে হাতেনাতে ধরে তাদের পুলিশে দিয়েছেন শ্বশুর। রোববার দিবাগত গভীর রাতে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের এক গৃহবধূর শয়নকক্ষ থেকে সবুজ নামে এক যুবককে আটক করেন গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন।

পরে শশীভূষণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার সকালে যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। আটক সবুজ ওই গ্রামের নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে।

গৃহবধূর শ্বশুর জানান, তার ছেলে ঢাকায় কর্মস্থলে থাকার সুযোগে পুত্রবধূ প্রতিবেশী সবুজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তিনি ও তার পরিবারের সদস্যরা বুঝতে পেরে পুত্রবধূকে সংশোধন হওয়ার জন্য বলেন।

তিনি আরও জানান, রোববার গভীর রাতে ওই যুবক পুত্রবধূর শয়নকক্ষে ঢুকেন। বিষয়টি তিনি টের পেয়ে রাত ৩টায় পুত্রবধূর শয়নকক্ষ থেকে সবুজকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ যুবক সবুজকে থানায় নিয়ে যায়।

গৃহবধূ জানান, সবুজের সঙ্গে তার প্রেম চলছে। স্বামীর সঙ্গে তার বনিবনা নেই। প্রেমিক সবুজ তাকে বিয়ে করে সংসার করবেন।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, গৃহবধূর স্বামীর বাড়ি থেকে আটক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top