ময়মনসিংহ প্রেস ক্লাবের উদ্যোগে ‘গণমাধ্যম এবং আইন বিষয়ক’ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
কর্মশালায় ৫৪ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ গ্রহণ করেন।