ডেকে নিয়ে গলা কেটে হত্যা

শ্রীমঙ্গলে জামাল মিয়া (৫০) ওরফে জামু মিয়া নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর মাদ্রাসার সামনে ঢাকা-মৌলভীবাজার হাইওয়ের পাশে তার লাশটি পাওয়া গেছে। নিহত জামু মিয়া উপজেলার সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে প্রথমে এলাকাবাসী লাশটি দেখতে পান। পরে লাশের পরিচয় শনাক্ত করেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহত ব্যক্তির স্ত্রী মনি বেগম জানান, মঙ্গলবার ভোরে একজন অপরিচিত ব্যক্তির কল আসে তার স্বামীর মোবাইল ফোনে। এ সময় তিনি ঘর থেকে বের হয়ে যান।

এর পর তিনি আর ঘরে ফিরেননি। সকালে তিনি খবর পান তার স্বামীর লাশ পাওয়া গেছে। পুলিশ লাশের পাশ থেকে একটি ভাঙা মোবাইল ফোন ও জুতা উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জামু মিয়াকে ওই জায়গাতেই হত্যা করে লাশ ফেলে গেছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Share this post

scroll to top