নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নেত্রকোনায় স্ত্রী ঝুমা রানী দাসকে (২৫) হত্যার দায়ে স্বামী বীরবল চৌহানকে (৪০) ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২২ জুন) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। বীরবল চৌহান সদর উপজেলার চল্লিশা বাজার এলাকার রাম সিংহ চৌহানের ছেলে এবং জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা বীরবল চৌহানের সাথে বেশ কিছুদিন ধরে স্ত্রী ঝুমা রানী দাসের পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে ২০১৮ সালের ২৯ নভেম্বর দুপুরে বীরবল চৌহান তার ঝালমুড়ির দোকানের পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ঝুমার শরীরে এলোপাথারী আঘাত করেন।

এতে ঝুমা রানী দাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় এলাকাবাসী বীরবল চৌহানকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় ওইদিনই ঝুমা রানী দাসের মা হেনা রানী দাস বাদী হয়ে বীরবল চৌহানের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করলে বিজ্ঞ বিচারক উভয়পক্ষের সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার দুপুরে এ রায় প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ ও অ্যাডভোকেট কমলেশ চৌধুরী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলুয়ারা বেগম।

Share this post

scroll to top