জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বামতীর প্রকল্পের বাঁধে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। স্থানীয়দের দাবি, বাঁধে নিম্নমানের কাজের কারণে প্রতিবছর একই স্থানে ভাঙ্গন দেখা দিচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছেন, অতিবৃষ্টি ও যমুনা নদীর পানি বাড়ায় ধস নেমেছে।
জামালপুরের ইসলামপুরে এভাবেই ভাঙছে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধ। সম্প্রতি কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় বাঁধের ৩০ মিটার অংশ ধসে গেছে নদীতে। এতে হুমকির মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি, ফসলি জমি ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
স্থানীয়রা বলছেন, নদীগর্ভে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে বাঁধে। প্রতিবছর একই স্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন যমুনা পাড়ের বাসিন্দারা। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, অতিবৃষ্টি ও যমুনা নদীর পানি বাড়ার কারণে কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ধস ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।
দেওয়ানগঞ্জের ফুটানি বাজার থেকে ইসলামপুরের কুলকান্দি পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শেষ হয় ২০১৭ সালে।