ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন প্রায় এক ঘণ্টা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তারা সড়কটি অবরোধ করেন।

মহাসড়ক থেকে কলেজ পর্যন্ত নির্মাণাধীন সড়কের নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কে বেঞ্চ ফেলে এই অবরোধ সৃষ্টি করে।

মহাসড়ক থেকে কলেজ পর্যন্ত নির্মাণাধীন সড়কের নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কে বেঞ্চ ফেলে এই অবরোধ সৃষ্টি করে। এ ছাড়াও, স্থানীয়রা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে মানববন্ধন করছে।

কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আদনান, মামুন ও আফসানাসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে কলেজ পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কের সংস্কার কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এক সপ্তাহ আগে শুরু হয়।

শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, ২০০৩ সালে কলেজটি প্রতিষ্ঠার পর এই রাস্তাটি কলেজের একমাত্র ও প্রধান সড়ক। গত সোমবার থেকে স্থানীয় বন বিভাগ রাস্তাটির সংস্কার কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

আজ ১১টা ৪৫ মিনিটে গাজীপুরের জেলা প্রশাসক বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান বলেন, ‘বন বিভাগের সঙ্গে নির্মাণাধীন রাস্তাটি নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের জন্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share this post

scroll to top