ঢাকাTuesday , 14 June 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে টিউবওয়েলের পাইপ দিয়ে উঠা গ্যাস দিয়ে চলছে রান্না

Link Copied!

পরিত্যাক্ত টিউবয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে, এমনই খবর পাওয়া গেছে ময়মনসিংহের হালুয়াঘাটে।

জানা যায়, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের আলাল উদ্দিনের বাড়ির পরিত্যাক্ত টিউবওয়েলের পাইপে গ্যাসের সন্ধান পায় বাড়ির লোকজন। কৌতুহল বশত সেখানে আগুন দিলে আগুন উর্ধ্বমুখী হয়ে জ্বলতে থাকে।

এদিকে এমন খবর পেয়ে টিউবওয়েলটি দেখতে বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে উৎসুক জনতা। বাড়ির লোকজন এখন এই গ্যাসের মাধ্যমেই রান্না করছে। তবে এ নিয়ে এলাকার লোকজন বিস্ফোরণ আতংকে রয়েছে। রাষ্ট্রীভাবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার নিকট জানতে চাইলে তিনি বলেন, তিনি ঘটনাটির বিষয়ে অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।