সরিষাবাড়ীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্দ‌্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪ জুন) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহি অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব‌্য রাখেন। এ সময় আরো বক্তব‌্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত। প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান সংযুক্ত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

উক্ত কর্মশালায় নারীর ক্ষমতায়ন ,শিক্ষা সহায়তা , আশ্রায়ন,পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ ,কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ ,বিনিয়োগ বিকাশ ,পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Share this post

scroll to top