সীতাকুন্ডে অগ্নিকাণ্ড: জামালপুরের মাসুদ রানার দাফন সম্পন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বয়সিং বটতলা নিজ বাড়ির পাশে সকাল ৮ টায় জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। নিহতের জানাজা নামাজে আশ পাশের গ্রামের শত শত মানুষ অংশ নেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,জানায়,গত ৬ বছর পূর্বে মাসুদ রানা সৌদি আরব থেকে দেশে ফিরে ১ বছর পর সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে মালামাল লোড-আনলোডের চাকরি নেন।

অগ্নিকাণ্ডে দগ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ জুন) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাসুদ সরিষাবাড়ী উপজেলার বয়সিং বটতলা গ্রামের খলিলুর রহমানের ৩ ছেলের মধ্যে বড় ছেলে তিনি। মৃত্যুকালে তিনি মা বাবা, ২ ভাই, স্ত্রী সুমি, ১ ছেলে, ১ মেয়ে রেখে যান। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর এলাকায় ও সচেতন মহলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।

Share this post

scroll to top