জামালপুরের সরিষাবাড়ীতে স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর অর্থায়নে দিন ব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ থেকে বিকাল ৫পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ এর অর্থায়নে দিনব্যাপী তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা উপমা ফারিসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার ভুমি ফাইজুল ওয়াসিমা নাহাত, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী, এছাড়াও নির্বাচিত চেয়ারম্যান বিভিন্ন দপ্তর প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ আয়োজন ,তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা দিক নির্দেশনা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়।