ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালন

“একটাই পৃথিবী,প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে রবিবার সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্য়ালি শেষে নগরীর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাহ্ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, পুলিশ সুপার ময়মনসিংহ মোহা. আহমার উজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) দিলরুবা আহমেদ, সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান ড. এম এ ফারুখ।

Share this post

scroll to top