ময়মনসিংহে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিএনপি জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে নগরীর ব্রিজমোড় জয়বাংলা চত্বরে মহানগর যুবলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেছেন, বিএনপি জামাতের দুষরা এই বাংলার মাটিতে আবারো ৭৫ ঘটাতে চায়। তাদের এসব দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা মহানগর যুবলীগ তা ময়মনসিংহের মাটিতে হতে দিবোনা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পদ চারণায় বাংলার মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের শিখরে পৌঁছানো সম্ভব হয়েছে। তার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যখন মেগা প্রকল্প গুলো সমাপ্ত হচ্ছে তখনি তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা হওয়াতে বিএনপি জামাতের প্রেতাত্মারা নেশাগ্রস্থ মানুষের মত উল্টা পাল্টা কথা বলছে, এগুলো আর মেনে নেয়া হবে না। ময়মনসিংহে যেখানেই বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই মহানগর যুবলীগের নেতৃবৃন্দ দাঁত ভাঙ্গা জবাব দেবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজল শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ময়মনসিংহ মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের সিনিয়র আহ্বায়ক রাসেল পাঠান, মহানগর যুবলীগের সদস্য জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট সলিমুল্লাহ রসুল, শাহ আলমগীর জয়, রাজীব খান, শেখ মোহাম্মদ আল আমিন, রাসেল আহমেদ, মোস্তফা কামাল শামীম, মহানগর যুবলীগ নেতা মারুফ আহমেদ মুন্নাসহ অন্যরা। পরে বৃষ্টি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।