ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার (২৮ মে) দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি নগরীর বাউন্ডারি রোড থেকে ছায়াবানী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন- মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। এ সময় ছাত্রদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।