জন্মনিবন্ধন কাজে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১ম স্থান অধিকার করেছে। ২৩ মে জন্ম নিবন্ধন অধিদপ্তরের রেজিস্ট্রার জেনারেল পলাশ কান্তি বালা (যুগ্ম সচিব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিংয়ের মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন এসব আবেদনের মধ্যে মাত্র ৭ হাজার একশত আবেদন নিবন্ধন প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।
সূত্র জানায়, ঝুলে থাকা আবেদনের মধ্যে অনেক আবেদনে তথ্য ভুল থাকা এবং অনেকে আবেদন করে আর কোন যোগাযোগ না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র মতে মাত্র ৪০০ থেকে ৫০০ আবেদনের জন্ম নিবন্ধনের অপেক্ষায় রয়েছে।