ময়মনসিংহে বিয়ের পর সংসারে সুখের দেখা পেতে না পেতেই মাত্র তিনমাসের ব্যবধানে বিষপান করে আত্মহত্যা করেছে এক নব দম্পতি। তিন মাস আগে নগরীর বলাশপুর কসাই পাড়ার তারু মিয়ার মেয়ে সেতু আক্তারের সাথে রনির বিয়ে হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ভাটি দাপুনিয়ার শামসুল হকের ছেলে রনি ও তার সদ্য বিবাহিত স্ত্রী সেতু আক্তার নিজ বসত ঘরে বিষপান করে। পরিবারের লোকজন তাদেরকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোর চারটার দিকে দুই জনই মারা যান। তিন মাস আগে নগরীর বলাশপুর কসাই পাড়ার তারু মিয়ার মেয়ে সেতু আক্তারের সাথে রনির বিয়ে হয়। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি।
পরিবারের লোকজন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোর চারটার দিকে দুই জনই মারা যান।
রনির বোন জামাই মোখলেছুর রহমান জানান, কি কারণে তারা আত্মহত্যা করেছে তা জানা যায়নি। আর তাদের মৃত্যুচিট রহস্যজনক। তবে একজন বেঁচে থাকলে মূল ঘটনা জানা যেত। তবে তাদের সংসারে কোনও ঝামেলা ছিলনা।