নান্দাইলে কিশোরী ফুটবলার ধর্ষণ: আসামীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি শিক্ষার্থীদের

ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলার ধর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালের ফাঁসির দাবি ও তাঁর দুই সহযোগী আল-আমিন এবং অজ্ঞাতজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারী শহীদ স্মৃতি কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী শান্তা ইসলাম, সাথী আক্তার, সায়মন আহম্মেদ, মদিনা আক্তার এবং আল-আমিন রাসেলসহ অন্যরা । বক্তারা অবিলম্বে ফয়সালের ফাঁসিসহ বাকী আসামীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন তারা।

গত ২২ এপ্রিল নান্দাইল সরকারী শহীদ স্মৃতি কলেজের পিছনে ডেকে নিয়ে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকির। এ ঘটনায় আলামিন এবং অজ্ঞাত একজন থাকে সহযোগিতা করে।

এই ঘটনায় ২৩ এপ্রিল ওই কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে, ওই কিশোরী ফুটবলারের অভিযোগ ২৫ এপ্রিল পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণ চেষ্টার মামলা রুজু করে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ২৭ এপ্রিল ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলাটি সংশোধন করে ধর্ষণ মামলা নেয় পুলিশ। নান্দাইল থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ফয়সালকে দুইদিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। আল-আমিনসহ অজ্ঞাত আসামীকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে ডিবির একটি টিম মাঠে কাজ করছে। আশা করছি অচিরেই তারা গ্রেপ্তার হবে।

Share this post

scroll to top