ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১৮টি পল্লী বিদ্যুতের খুঁটি, ৩৩ মিটার ভেঙ্গে গেছে। প্রায় দুই শতাধিক খুঁটির বিদ্যুতের তার ছেড়ে গেছে। শুক্রবার (২৯ এেপ্রিল) ৯ টা ৪০ মিনিটের দিকে ঘন্টা ব্যাপী ঝড় বয়ে যায়।
ফুলবাড়ীয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম আরিফুল হক জানান, ঝড়ে ১০/১২ খুঁটি ভেঙ্গে গেছে। শতাধিক বিদ্যুতের তার ছিড়ে গেছে। পল্লী বিদ্যুতে পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক টিম কাজ করছে।
আছিম পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম মশিউর রহমান জানান, ঝড়ে আমাদের ক্ষতি হয়েছে বেশি। এর মধ্যে দুটি ফিডার চালু হয়েছে ৩১ খুঁটির তার ছিড়ে গেছে। ৩৩ টি খু্টি ভেঙ্গে গেছে।
রাত থেকেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কাঠে কাজ একাধিক টিম। মুক্তাগাছা থেকে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান লাইন মেরামতের জন্য রওনা হয়েছেন।
ঝড়ে অসংখ্য গাছ পালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে গেছে বেশ কিছু কাঁচাঘর বাড়ী ।