ঢাকাWednesday , 27 April 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ৩ ভূয়া র‌্যাব সদস্য আটক

Link Copied!

রাজশাহী মহানগরীতে চাঁদাবাজির সময় তিন ভূয়া র‌্যাব সদস্যকে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। আটককৃতরা হলোপবা থানার চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার আবেদ আলীর ছেলে নয়ন ইসলাম (২৯), ইমরান আলীর ছেলে জাহিদ (২০) এবং নেত্রকোনা জেলার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে মানিক (৩৫)।

আরএমপি’র সূত্রে জানাযায়, আকবর আলী নামের এক ব্যাক্তি গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে পবা থানার চৌবাড়িয়া জসইতলা বিলে পৌঁছিলে কতিপয় ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে তাকে আটকের চেষ্টা করে। আকবর আলী ভয় পেয়ে পালানোর সময় পাশের পাট ক্ষেতে পরে গেলে র‌্যাব পরিচয়দানকারী আসামিরা তাকে ধরে ফেলে। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে।

টাকা দিতে না পারায় আকবর আলীকে সেখানে তারা প্রায় ২-৩ ঘন্টা আটকিয়ে রেখে মারপিট করে গুরুত্বর আহত করে। আকবর আলীকে র‌্যাব পরিচয়দানকারীরা হত্যারও হুমকি দেয়। আকবর আলী ভয়ে চিৎকার শুরু করলে করলে পবা থানার টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নয়ন ও জাহিদকে আটক করে। এসময় আসামি নয়নের কাছ থেকে আকবর আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়। ঘটনার সময় আরো দুইজন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে আরেক আসামি মানিককে গ্রেফতার করে পুলিশ। অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।