স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখা এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধন থেকে বলা হয়- এদেশের আন্দোলন সংগ্রামে স্বৈরাচার প্রতিরোধ দিবস ইতিহাস হয়ে থাকবে। নানা কৌশলে এটিকে ম্লান করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু ছাত্র সমাজ চিরদিন এ দিবস স্মরণ করে রাখবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা সভাপতি উজ্জল বিশ্বাস। এসময় সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে উপস্থিত ছিলেন।