নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে কাঁচা বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারি উদ্যোগে বাজারগুলোতে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের সরকার। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ঘোষণা দিয়েছেন আগামী মাসের স্থানীয় নির্বাচনের পর এই প্রকল্প ক্রমশ ইস্তাম্বুল, আঙ্কারাসহ সারা দেশে ছড়িয়ে দেয়া হবে।
চলতি মাসে তুর্কি সরকার উদ্যোগ নিয়েছে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের। সরকারি খামারগুলো থেকে সবজি এনে তা সরাসরি বাজারের খুচরা বিক্রি করা হচ্ছে সরকারি তত্ত্বাবধানে। হঠাৎ করে বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দাম বেড়ে যাওযায় এই উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে বাজার নিয়ে কারসাজি করা লোকদের হাত থেকে রক্ষা পাবে সাধারণ ক্রেতারা। নতুন এই নিয়মে একজন ক্রেতা একটি সবজির সর্বোচ্চ ৩ কেজি কিনতে পারবেন।
সরকারি উদ্যোগের অংশ হিসেবে দেশের অনেকগুলো পৌরশহরের কর্তৃপক্ষ সরাসরি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করছে। এর ফলে গত মাসে বাজারে যে দাম ছিলো তার অর্ধেক দামে সবজি পাওয়া যাচ্ছে বাজারগুলোতে। গত মাসে তুরস্কের অনেক খাদ্য পণ্যের দাম ৩১ শতাংশ পর্যন্ত বেড়েছিল। আর সেটা ঠেকাতেই তাৎক্ষণিক এই উদ্যোগ নিয়েছে দেশটির জাস্টিস এন্ড ডেভলপমেন্ট (একে) পার্টির সরকার।
প্রেসিডেন্ট এরদোগান ঘোষাণা দিয়েছেন আগামী মাসে স্থানীয় নির্বাচনের পর এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি ব্যবসায়ীদের এক সম্মেলনে বলেন, আল্লাহর ইচ্ছায় স্থানীয় নির্বাচনের পর পৌর কর্তৃপক্ষকে সাথে নিয়ে পণ্য বিক্রয়ের এই উদ্যোগকে আমরা প্রত্যান্ত অঞ্চলে নিয়ে যাব।
তিনি বলেন, কিছু বিক্রেতা পণ্যের দাম বৃদ্ধি করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। আমরা এই অর্থনৈতিক দুস্কৃতিকারীদের ওসমানীয় খিলাফাহ যুগের মত দমন করবো।
এরদোগান সরকারের এই উদ্যোগের ফলে এখন সরকারের বেধে দেয়া দামে সব মার্কেটে পণ্য বিক্রয় হচ্ছে। কিছু চেনই বিক্রয় শপের ওয়েবসাইটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইয়েনি সাফাক অনলাইন। এই ধারা অব্যাহত থাকলে বাজারের কারসাজি দমন করা যাবে বলে মনে করছে পত্রিকাটি।