বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’ এর পক্ষ থেকে ৪৫ জন শিশুর মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বাকৃবির ভেটেরিনারি অনুষদের প্যাথলজি গ্যালারিতে আয়োজিত ইফতার মাহফিলে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ময়মনসিংহের রাঘবপুর পূর্বপাড়া আক্তার হোসাইন দারুস সুন্নাত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদরাসার ৪৫ জন শিক্ষার্থীকে ঈদের নতুন পোষাক উপহার দেয় স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী, হাসিমুখের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার।
অনুষ্ঠানে বক্তারা হাসিমুখের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এরপর ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।