ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তির আবেদনের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। আবেদন কার্যক্রম চলবে আগামী ১০ মে রাত ১২টা পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রয়াত্ত চারটি ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা, রুপালী) মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবে। আগামী ১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র।

শিক্ষার্থীরা ৮টি বিভাগীয় শহরের যে কোনো একটি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করতে পারবেন। কোনো বিভাগীয় শহরে নির্দিষ্ট আসনসংখ্যা নেই, শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা অনুযায়ী বিভাগে আসনসংখ্যা নির্ধারিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় গ ইউনিটে ৯৩০, খ ইউনিটে ১৭৮৮, ক ইউনিটে ১৮৫১, ঘ ইউনিটে ১৩৩৬ এবং চ ইউনিটে ১৩০টি আসনের বিপরীত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে গ ইউনিটে ১ লাখ ৯৪ হাজার ৬২০ জন, খ ইউনিটে ৩ লাখ ৪৮ হাজার ৭১৩ জন, ক ইউনিটে ২ লাখ ১১ হাজার ৬৮০ জন, ঘ ইউনিটে ৫ লাখ ৭ হাজার ৫২৭ জন এবং চ ইউনিটে ১০ লাখ ৬ হাজার ১৪১ জন শিক্ষার্থী আবেদনের যোগ্যতা সম্পন্ন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে গ ইউনিটে নূন্যতম জিপিএ ৭.৫ (আলাদা করে ৩.০০), খ ইউনিটে ৭.৫ (আলাদা করে ৩.০০), ক ইউনিটে ৮.০০ (আলাদা করে ৩.৫), ঘ ইউনিটে (বিজ্ঞান ৮.০,মানবিক ৭.৫, বিজনেস ৭.৫) এবং চ ইউনিটে ৬.৫ (আলাদা করে ৩.০০) থাকতে হবে বলে জানানো হয়।

অগামী ৩ জুন (শুক্রবার) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪ জুন (শনিবার) কলা অনুষদভুক্ত খ ইউনিট, ১০ জুন (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং ১৭ জুন (শুক্রবার) চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top