ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সদরের গোস্টা দক্ষিণপাড়া এলাকা থেকে আসামি দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুর থানার কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়ার ভাড়া বাসায় স্ত্রী শাহানাজ বেগমকে পিটিয়ে হত্যা করেন দুলাল। হত্যার পর শাহানাজের গলায় রশি পেঁচিয়ে মরদেহ আমগাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় শাহানাজের পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা করা হয়। এই মামলায় ২০১১ সালের নভেম্বর পর্যন্ত কারাভোগের পর দুলাল জামিন পান। এরপর তিনি আত্মগোপনে যান। তার অনুপস্থিতিতেই আদালত দুলালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘রায়ের পর দুলাল দীর্ঘদিন ধরে ছদ্মবেশে নানান জায়গায় আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।