বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান ও সাধারণ সম্পাদক পদে কৃষিতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে আয়োজিত সংগঠনটির দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পদে গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যাপক এ. কে. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক পদে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শেখ মোহাম্মদ সায়েম, প্রচার সম্পাদক পদে কৃষিতত্ত¡ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রভাষক ড. মো. মোবারক হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত কর্মকার এবং মহিলা সম্পাদক পদে গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাহানা তাহি তিজা।

এছাড়াও কমিটিতে ৮জন শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

Share this post

scroll to top