ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মালম্বীদের মহাঅষ্টমী স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নামে। গত দুই বছর করোনা মহামারীর জন্য মহাঅষ্টমী স্নান অনুষ্ঠিত না হওয়ায় এ বছর বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে।
ময়মনসিংহের পাঁচটি স্থানে ভোর থেকে ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীদের মহাঅষ্টমীর স্নান শুরু হয়। ধর্মীয় মন্ত্রপাঠ শেষে স্নান করলে পুণ্য লাভ এবং পাপমোচন হবে এমন আশা নিয়ে ব্রহ্মপুত্র নদে স্নান করে খুশি পূণার্থীরা।
মহাঅষ্টমী স্নান উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীও ছিল কঠোর। আগত পূণার্থীদের নিরাপত্তা দিতে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশ।
এদিকে মহাঅষ্টমীতে ব্রহ্মপুত্র নদে স্নান করতে জেলার বিভিন্ন স্থান থেকে পূণার্থীদের আগমনে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল নগরীর ব্রহ্মপুত্র নদের তীরের নির্দিষ্ট স্পটগুলোতে। স্নানে অংশ নেয়া পুণ্যার্থীদের বিশ্বাস এ দিন ব্রহ্মপুত্র নদে স্নান করলে পুণ্যে হবে এবং এ স্নানে বিধাতার সন্তুষ্টি অর্জন করে পাপমোচন হবে।