গত চার বছরে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন কাজের দশ ভাগ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করে প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, আগামী বছরের জুলাই নাগাদ ব্রহ্মপুত্র নদ খনন কাজ দৃশ্যমান হবে এবং প্রকল্পের মেয়াদ আরো দুইবছর বৃদ্ধি পাবে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন কাজের কর্মপদ্ধতি ও অগ্রগতি সর্ম্পকে অবহিতকরণ’ সভায় তিনি এ কথা জানান। জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বি.আই.ডব্লিউ.টি.এ) আয়োজিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের টিম লিডার প্রকৌশলী শরাফত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাকসহ অন্যরা।