মাদারীপুরের ডাসারে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাহিন সরদার (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে উপজেলার পূর্ব দর্শনা গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
শাহিন সরদার পূর্ব দর্শনার মৃত কাঁলাচান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে শাহিন তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শাহিন সরদার অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে শাহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ডাসার থানার এসআই ইব্রাহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।