অনাস্থা ভোটের আগে বড় জয় পেলেন ইমরান খান

পাকিস্তানের পার্লামেন্টে রোববারের অনাস্থা ভোটের আগে বড় বিজয় পেয়েছেন ইমরান খান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্থানীয় সরকার নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ‘অপ্রতিরোধ্য সাফল্য’ পেয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, ক্ষমতাসীন পিটিআই খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে এগিয়ে আছে।

ওই প্রদেশের ৬৫টি তহসিল কাউন্সিলের চেয়ারম্যান ও মেয়র পদে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখা গেছে, ৬৪টি তহসিল কাউন্সিলের মধ্যে ৪৮টির জন্য গণনা সম্পূর্ণ হয়েছে। পিটিআই ২৪টি তহসিল কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সাতটি তহসিল কাউন্সিলের মধ্যে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।

স্থানীয় নির্বাচনে পিটিআইকে ‘অপ্রতিরোধ্য সাফল্যের’ জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, প্রদেশের জনগণ ‘বিশ্বাসঘাতকদের’ প্রত্যাখ্যান করেছে।

ক্ষমতাসীন জোটের প্রধান অংশীদার মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান বিরোধী দলে যোগ দেওয়ার পর ৬৯ বছর বয়সী ইমরান খান বুধবার কার্যকরভাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। এর পর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। রোববার পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top