শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে থাকা নিম্নচাপটি কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার বা মঙ্গলবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে এ সপ্তাহের শেষভাগে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
ঘূর্ণিঝড় ‘অশনি’ পূর্বভাসে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ভারত। ভারতের সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর তৎপরতাও আপাতত বন্ধ করে দেয়া হচ্ছে।
শনিবার (১৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি আজ রোববার নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলেও তা সরাসরি দেশের উপকূলে আঘাত না হেনে দুর্বল হয়ে মিয়ানমার উপকূলের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে গণমাধ্যমকে বলেন, এই ২৪ ঘন্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সারাদেশেই প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকবে।