আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় লক্ষীপুর জেলার নিন্ম আয়ের ১ লক্ষ ১৫ হাজার ৬৮৯ পরিবার পাবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধা।
২০ মার্চ (রোববার) থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে জেলা ব্যাপি। সারাদেশের ন্যায় জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার নির্দিষ্ট স্থানে টিসিবির এসব পণ্য ক্রয়ের সুবিধা পাবে কার্ডদারী উপকারভোগীরা।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
তিনি আরো জানান, ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ প্রশাসনের তদারকিতে প্রাথমিকভাবে জেলার ৫ টি উপজেলার ১৩ টি ডিলারের এ সকল পন্য বিক্রি করবে। প্রথম পর্যায়ে আগামী ২০ মার্চ ৯ হাজার ৮৮ পরিবার ও ২১ মার্চ ৭ হাজার ৮১৪ পরিবারসহ মোট ১৬ হাজার ৯০২ পরিবারকে দেয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরকেও পরবর্তীতে দেয়া হবে। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল কেজি প্রতি ৬৫, সয়াবিন তৈল কেজি প্রতি ১১০ ও ছোলা কেজিপ্রতি ৫০ টাকা করে বিক্রি করা হবে।
২০ মার্চ ও ২১ মার্চ দুই দিনে ১ লক্ষ ১ হাজার ৪১২ কেজি চিনি, ডাল ও তৈল বিক্রি করা হবে এ জেলায়। এতে নির্দিষ্ট সময় প্রতিটি ইউনিয়নে ৩ টি স্থানে এই সব পন্য গাড়িতে করে বিক্রি করা হবে। নির্ধারিত সময়ে কার্ডধারী ব্যাক্তি উপস্থিত না হলে স্টকে থাকা পন্য সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হবে। লক্ষীপুরের নিম্ম ও মধ্যবিত্ত পরিবার বর্গের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক বলে জানান জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর-এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হোছাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।