খুলনায় শবে বরাতের রাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরীর তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভিকটিমের পরিবার থেকে জানানো হয়েছে, ঘটনার সময় স্বামী-স্ত্রী স্থানীয় কামরুলের গ্যারেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় ৪-৫ জন লোক তাদের টেনে-হিঁচড়ে গ্যারেজের ভেতর নিয়ে যায়। এরপর স্বামীকে দড়ি দিয়ে বেঁধে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে চার জনের নামে মামলা দায়ের করেছেন।
ঘটনার পর পুলিশ গ্যারেজ মালিক কামরুল এবং তার সহযোগী জীবন, সুমন, আলা ও পিয়াসকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।