ফুলপুরে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে যুদ্ধাপরাধ মামলায় আব্দুর রশিদ সরকার (৮৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের মৃত তরিফ উদ্দিন সরকারের ছেলে। এর আগে গত ১৮ জানুয়ারি তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পরোয়ানার বিষয়টি জানার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইসিটিবিডি-১, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মিস কেস নং-১/২০২২ মূলে আসামি আব্দুর রশিদ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকার হিসেবে মুক্তিযোদ্ধাদের ও এলাকার নারীদের পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে তুলে দেয়াসহ হত্যা, ধর্ষণ, লুটতরাজ, বাড়িতে অগ্নিসংযোগে সহযোগীতা ও জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

উল্লেখ্য, এর আগে আইসিটিবিডি-১, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মিস কেস নং-১/২০১৯ এ গ্রেফতারি পরোয়ানামূলে ২০১৯ সালের ২০ ও ২১ মার্চ ইং তারিখে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী ফুলপুর উপলাজের বালিয়া ইউনিয়নের মইশাউন্দা গ্রামের গিয়াস উদ্দিন খান (৭৭), রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), ফুলপুর ইউনিয়নের পূর্ব বাখাই গ্রামের উমেদ আলী (৮৭), একই গ্রামের আবু সিদ্দিক (৭৫) ও একই ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল খালেক (৬২)কে গ্রেফতার করে সংশ্লিষ্ট ট্রাইবুনালে পাঠিয়েছিল ফুলপুর থানা পুলিশ।

Share this post

scroll to top