ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে অর্থনৈতিক প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করাসহ একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখনও যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছেন তাদের সতর্ক হতে বলছে যুক্তরাজ্য সরকার।
এরইমধ্যে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে । পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’ কেড়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে প্রকাশ, পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’ কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছে তায়কোয়ান্দো খেলার বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড তায়কোয়ান্দো। সোমবার সেটি ছিনিয়ে নেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি। শুধু তাই নয়; তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রাশিয়ার পতাকা এবং জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধ করবে তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক ব্ল্যাক বেল্ট পুরস্কার দেওয়া হয়েছিল। যদিও তিনি ক্রীড়া দক্ষতায় এ সম্মাননা অর্জন করেননি।
এর আগে রুশ পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ দুই নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও উয়েফা। এরপর রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে তারা। এমনকি রুশ সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে সংস্থা দু’টি।