ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইয়াদ নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঈসা খানের ছেলে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিশু ইয়াদ গত ২২ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়। কোভিডের সঙ্গে শিশুটি লেট অনসেট সেপসিস রোগে ভুগছিল।
তিনি আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে বর্তমানে ৫৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন সাত জন।
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২০৮ নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা ধরা পড়েছে।