জামালপুরের সরিষাবাড়ীতে মিজানুর রহমান(৩৫) নামে এক যুবক কে নিজ বাড়ী ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন নিহতের মা মেহেরুন বেগম ও বড় বোন আমেনা বেগম । নিখোঁজ মিজানুর রহমানকে হত্যা করে নদীতে ডুবিয়ে রাখার ৭২ ঘণ্টা পর নিহতের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের নিহতের বাড়ির পার্শ্বের পশ্চিমে ঝিনাই নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মিজানুর রহমান উপজেলার ইউনিয়নের চর নান্দিনা গ্রামের আমজাদ হোসেন এর এক মাত্র ছেলে ৮ বোনের আদরের ছোট ভাই। লাশ দেখতে নদীর দু’ধারে হাজারো নর-নারীর উৎসুক জনতার ভিড় জমে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত মিজানুর রহমানের মা মেহেরুন বেগম ও বড় বোন আমেনা বেগম জানান, মিজানুর রহমান কে গত ২২ ফেব্রুয়ারি রাতে সিঙ্গাপুর যাওয়ার ভিসা এসেছে বলে একই গ্রামের পাশের বাড়ির কাতার প্রবাসী আব্দুল কুদ্দুস এর ছোট ভাই কবির হোসেন, ফুপাতো শ্যালক শিহাব উদ্দিন, চাচাত ভাই শাহীন মিয়া,বড় ভাই আলম মিয়া , ভাতিজা সাগর মিয়া ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ হলে গত বৃহস্পতিবার সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে নিহত মিজানুর এর পরিবার।
শুক্রবার সকালে নিহত মিজানুর এর পরিবার ও স্থানীয় লোকজন নদীতে ভাসমান লাশ দেখে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আব্দুল মজিদ নিশ্চিত করেন।