ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীকে কু-প্রস্তাব, শিক্ষকের অপসারণ দাবি

ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয়ায় মমেকের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবুল কালাম আজাদের অপসারন ও বিচারের দাবী করেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের এর সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ে শিক্ষার্থীরা আরও বলেন, শুধু এখন নয় তিনি বারবার শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেন। বর্তমানে আমাদের বড় আপু প্রাণের ভয়ে কলেজ থেকে চলে গিয়েছেন। তিনি আতঙ্কে আছেন।শিক্ষকরা আমাদের পিতার মত। তারা যদি আমাদের সাথে এমন আচরন করেন তাহলে আমরা কোথায় যাবো এবং কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহন করবো। এরকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই। আর কেউ যেন শিক্ষার্থীদের সাথে এমন রকম আচরন না করে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিষয়টি অস্বীকার করে প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ সম্পন্য ভিত্তিহীন ও বানোয়াট। কিছু শিক্ষার্থীকে নাম্বার কম দেয়ার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানববন্ধন করেছে।

Share this post

scroll to top