লক্ষীপুরে বশিকপুর এন্ড স্কুল কলেজের নামের অপ্রপচারের প্রতিবাদে মানববন্ধন

লক্ষীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল এন্ড কলেজে নিয়ে কুচক্রি মহলের ষড়ষন্ত্র, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বক্তারা অভিযোগ করে বলেন একটি মহল বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ষড়ষন্ত্র এবং অপ্রপচার চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মিজানের নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন প্রচারণা চালিয়ে আসছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সকলের সহযোগীতা কামনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল হুদা বকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী প্রমুখ।

Share this post

scroll to top