ময়মনসিংহের ত্রিশালে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানার ‘মেঘ’ শেষ খন্ড বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি ) দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান।
ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রেসক্লাবের সাংগঠনিক সস্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি ইমরান হাসান, খোলা কাগজ প্রতিনিধি হেদায়েতুল্লাহ ফুরাদ, নয়া শতাব্দী প্রতিনিধি রাকিবুল হাসান সুমন প্রমূখ। উল্লেখ্য, লেখক এস এম মাসুদ রানার ‘মেঘ’ শেষ খন্ড বইটি তার ৩৫ তম প্রকাশনা। তার প্রকাশিত বই গুলোর মধ্যে উল্লেখযোগ্য বই গুলো হলো ঐতিহাসিক ৭ ই মার্চ, ভূতের জন্মদিন, সুখ সারথি, ভেজা চোখ, লাল সবুজের বঙ্গবন্ধু, খোঁজে বেড়াই তারে।