বাংলাদেশে নিখোঁজ ৭৬ জনের তালিকা থেকে বেশ কয়েকজনকে খুঁজে পাওয়ার কথা জানা গেছে, আরও কয়েকজনকে দেশ বা দেশের বাইরে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
৭ ফেব্রুয়ারি থেকে জেনেভায় শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির ৫ দিনের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশসহ ২৪ রাষ্ট্রের ৩০০ গুমের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। হিসাব অনুযায়ী, বাংলাদেশে নিখোঁজ ৭৬ ব্যক্তির সন্ধান মেলেনি এখনও। সরকারের দাবি, তালিকার সবাই নিখোঁজ নন।
পররাষ্ট্রসচিব বলেন, নিখোঁজদের সম্পর্কে নতুন যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা মানবাধিকার সংগঠনের সাথে শেয়ার করা হয়েছে। যেসব সংস্থা এসব নিয়ে কাজ করে তারা এসব তথ্য খুঁটিয়ে দেখছে। নিখোঁজের ব্যাপারে ঢালাওভাবে সরকারকে দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর বাংলাদেশকে নিয়ে বাড়তি নজর রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর। গুমের এসব অভিযোগের সত্যতা যাচাই বাছাই করার কথা বলছে সরকার। তবে, এসব নিয়ে সরকার বাড়তি কোনো চাপে নেই বলে জানান পররাষ্ট্র সচিব।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখনও ল’ফার্ম নিয়োগ করেনি সরকার। তবে দ্রুতই তা করার কথা জানান সরকারের এই শীর্ষ কূটনীতিক।