লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে দীর্ঘ দিন থেকে ভাটার কার্যক্রম চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমান আদালত ৩০ জানুয়ারী (রোববার) সকালে অভিযান চালিয়ে মের্সাস আনোয়ারা বিক্স ২টি চিমনি ফায়ার সার্ভিসের সহযোগীতায় গুড়িয়ে দিয়েছে। নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম শান্তুনু চৌধুরী এই অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে এই ভাটা। এ ছাড়া কৃষি জমি মাটি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে আসছে ভাটাটি পরে আজ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত টিমনি গুড়িয়ে দিয়ে ওই ইটভাটার মালিককে ১ লাখ জরিমানা আদায় করে।
এ ব্যাপারে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম শান্তুনু চৌধুরী জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৪ ধারায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি বিনষ্ট করা হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।