ময়মনসিংহের মন্ত্রী কে এম খালিদ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

ময়মনসিংহের মুক্তাগাছা আসনের এমপি এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তার স্ত্রী সোহেলা আক্তার কোভিডে আক্রান্ত হয়েছেন।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও তার স্ত্রী মঙ্গলবার নমুনা পরীক্ষা করতে দেন। বুধবার পরীক্ষার ফলে জানা যায় তারা কোভিড-১৯ পজেটিভ।

দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। এর আগে প্রতিমন্ত্রীর দুই সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন অবশ্য দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Share this post

scroll to top