আজও বেড়েছে করোনা শনাক্তের হার

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল (বুধবার) ১২ জনের মৃত্যু এবং ৯ হাজার ৫০০ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন। মোট শনাক্ত ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। একদিনে পরীক্ষা বিবেচনায় শনাক্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ। মোট শনাক্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। ঢাকা ও চট্টগ্রামে ২ জন করে মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share this post

scroll to top