ভালুকার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেপ নেট সলুয়েশন প্রাইভেট লিমিটেড নামে বস্তা প্রস্তুতকরণ ফ্যাক্টরিতে ট্যাব ল্যানের হুইল চাকার সাথে আঘাতে মুন্না নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
সোমবার (১০ জানুয়ারি) রাতে মুন্না নামে ঐ শ্রমিক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
ফ্যাক্টরির কর্তৃপক্ষ ঘটনাটি প্রথমে ধামাচাপা দিতে নিহত মুন্নার পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চালালেও পরবর্তীতে গণমাধ্যম ও পুলিশ জেনে বিয়টি তদন্ত শুরু করে।
ফ্যাক্টরির ম্যানেজার রুহুল আমিন জানান, নিহত মুন্না ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার আবুল কালামের ছেলে সে এসএনএস বস্তা প্রস্তুতকরণ ফ্যাক্টরীতে উইন্ডার অপারেটর হিসাবে কাজ করত। মুন্নার নিহতের বিষয়ে কোন তথ্য জানার জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে কোন ফোন নাম্বার নেই বলে ম্যানেজার রুহুল আমিন জানান।
এ বিষয়ে একাধিকবার ফোন করেও এসএনএস ফ্যাক্টরীর মালিক হুমায়ূনুর রশিদ সুমনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, মুন্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াদিন রয়েছে।