কোলন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দুইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাকৃবি অ্যাকোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. তানভীর রহমান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. তানভীর রহমান জানান, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ গত সপ্তাহ থেকে কোলনের সমস্যাই ভূগছিলেন। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার স্যারের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় দুপুর দুইটায় তিনি মারা যান।
মৃত্যুর আগে ড. গিয়াস উদ্দিন আহমদ পোস্ট রিটায়ারমেন্ট লিভে (পিআরএল) অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসেবও দায়িত্ব পালন করেছেন।