ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২১৯ ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে কমিশনের ৯২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হয়।
‘বাংলাদেশ-ভারত সম্প্রীতি রক্ষায় সজাগ থাকতে হবে’‘বাংলাদেশ-ভারত সম্প্রীতি রক্ষায় সজাগ থাকতে হবে’
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারি ২০২২, প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোট গ্রহণ ৩১ জানুয়ারি।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতিমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে।