অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
ওবায়দুল কাদেরের সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা নিয়ে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমদ। বুকে ব্যথা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার থেকে এ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
শারফু্দ্দিন আহমদ বলেন, ওবায়দুল কাদের হাঁটাচলা করছেন, নিজেই খাচ্ছেন। তিনি অনেকটাই সেরে উঠেছেন।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজও সেই বোর্ড বসেছিল বলে জানান অধ্যাপক শারফুদ্দিন আহমদ। বোর্ড ওবায়দুল কাদেরের সব রিপোর্ট পর্যালোচনা করেছে। তার সব রিপোর্ট ভালো আছে।
এর আগে বুধবার ডা. শারফুদ্দিন জানিয়েছিলেন, ওবায়দুল কাদের শঙ্কামুক্ত। তিনি দুই-তিনদিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
অসুস্থবোধ করায় মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তিনি কয়েক দিন ধরে কিছুটা শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথাও অনুভব করছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রী জানার পর সকালে ওনাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। এর পর বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদের। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।
৬৯ বছর বয়সি ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।