ময়মনসিংহের হালুয়াঘাটে মেয়ের স্বামীর বাড়ি থেকে আব্দুল জব্বার (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালের দিকে কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনাখালপাড় এলাকায় তার নিজ মেয়ের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা গ্রামে বাসিন্দা ছিলেন।
নিহতের মেয়ে জমিলা খাতুন বলেন, দীর্ঘদিন যাবৎ বাবা আমার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সকালে আমার ছেলে ঘুম থেকে উঠে তার নানার থাকার ঘরে গিয়ে দেখে বাইরে থেকে শিকল লাগানো। পরে ঘরের দরজা খুলে ভেতরে আমার বাবার গলাকাটা লাশ দেখতে পায়। সে চিৎকার দিলে আমরা ঘরে গিয়ে বাবার লাশ দেখতে পাই।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পার্শ্ববর্তী আমজত আলী, ওসমান, রাশিদ ও শমসের সঙ্গে বিরোধ চলে আসছিল আমাদের। এ নিয়ে বেশ কয়েকবার দরবার হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। আমাদের ধারণা, জমি নিয়ে বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান জানান, সকালে ৯৯৯-এ কলের মাধ্যমে ঘটনা জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। হালুয়াঘাট থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।