স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে চলছে সাংস্কৃতিক পর্বের মহড়া। গান, নাচের মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিতে নিজেদেরকে প্রস্তুত করে নিতেই চলছে এ মহড়া পর্ব।
বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর যৌথ প্রযোজনায় বিজয় দিবসের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে সংগীত বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংশ্লিষ্ট পরিবেশনা ছাড়াও সেখানে সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণ হিসেবে থাকবে কনসার্ট (যন্ত্রসংগীত)। প্রস্তুতিপর্বে দেখা যায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে অনুশীলনে যোগ দিচ্ছেন।
কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, ‘আসছে বিজয় দিবসের অনুষ্ঠানে সুন্দর পরিবেশনা উপহার দিতে আমরা সকলেই একত্রিতভাবে অনুশীলন করছি।’
এ বিষয়ে বিভাগটির প্রধান অধ্যাপক ড. জাহিদুল কবির বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আসন্ন বিজয়দিবস, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত বিভাগের পরিবেশনার প্রস্তুতি চলছে। বিভাগের সকল শিক্ষার্থীই অনুশীলনে সতস্ফুর্তভাবে অংশ নিচ্ছে। আশা করি আমরা দর্শক শ্রোতাদের সুন্দর ও সাবলিল পরিবেশনা উপহার দিতে পারবো।’ এছাড়াও আয়োজন টি স্বার্থক করার জন্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।’